জীবন মোহনায়  (20-01-2018)
রণজিৎ মাইতি
-------------------
ধূর্ত বাজপাখিটির সাথে আজও দেখা হলো
রোজ রোজ যেমন হয় প্রতি পদক্ষেপে
একবারও জানতে চায়নি সে শেষ ইচ্ছে কি !
কোনও শখ,সাধ-আহ্লাদ ?


যদিও হাজারো আমজনতার  মতো গুছিয়ে রেখেছি লোটাকম্বল
গুলিয়ে যায়না ঘিলু,এ হয়েছে প্রাত্যহিক জীবন আলেখ্য
সুখ,দুঃখ,ভয়,জয়,পরাজয়ের মতো---- মৃত্যুও জীবন মোহনায় আজ করেছে সঙ্গম

মনের গভীরে যার ভুষাকালি ছোপ,নীল ঢালা আছে ডানায় ডানায়
নিপুণ শিল্পকলা শোভা পায় পায়ে,নখে লোভ
জানি তাকে নিবারণ করা চরম বোকামি


শুধুই বলে যেতে চাই,-----
হে উড়ন্ত শিকারী,অপরাধ মার্জনা করবেন। কিছু সহবত আমাদের মানতেই হয়,কিছু দাবী
কিভাবে যে জীবনকে ঘাড়ধাক্কা দিই,
বেড়ি পারি কি দিতে শেষ ইচ্ছার পায়ে?
আটকে যায় আইনের গেরোয়
তাই ধূর্ত বাজের কোটে বল ঠেলে দেই