ঝাণ্ডা(21-07-22)
রণজিৎ মাইতি
--------------
এখন রাস্তায় বেরোলে দরকার নেই গাড়ির বৈধ কাগজ;
হেলমেটও এড়িয়ে যেতে পারেন অনায়াস;
এমনকি ইচ্ছে হলে ভাঙতে পারেন স্পিড লিমিট।
কেবল গাড়ির সামনে বাঁধুন একটা ঝাণ্ডা।


হাঁ,অবশ্যই ঝাণ্ডাটি হতে হবে শাসক দলের;
তখন পুলিশও আপনাকে স্যালুট জানাবে।
রাস্তায় একটা নেড়ি কুকুরও করবে না ঘেউঘেউ!


চাকরি চাই ? অবশ্যই চাকরি পাবেন
প্রয়োজন কি উচ্চ শিক্ষার!
বরং বই বেচে মদ খান,
কেবল মাথার উপরে তুলে ধরুন একটা ঝাণ্ডা।


হাঁ,ঝাণ্ডাটি অবশ্যই হতে হবে শাসক দলের।


অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরতে চান?
ঘুরুণ,ভ্রাম্যমান জীবন মানুষের গণতান্ত্রিক অধিকার।
সুতবাং জামার কলার তুলে ঘুরুণ ইচ্ছে মতো।
কেবল ছাতার বদলে মাথার উপরে তুলে ধরুণ একটি ঝাণ্ডা


হাঁ,অবশ্যই ঝাণ্ডাটি হতে হবে শাসক দলের।শুনছি,ঝাণ্ডার আশীর্বাদ ভগবানের চেয়েও শক্তিশালী!


এবং


অব্যর্থ  !!!