ঝড় (16-05-2018)
রণজিৎ মাইতি
------------
বাইরে প্রবল ঝড়,সাথে টিপ টিপ বৃষ্টির ফোঁটা।
যে কয়টি বক মরলো কেউই জানেনা তাদের কুষ্ঠী ঠিকুজি !
সহজেই মেনে নিই প্রকৃতির আর পাঁচটা খামখেয়ালিপনার মতো।


এইমাত্র চুপিচুপি ড্রয়িংরুমে উঁকি দিয়ে গেলো জমাটি কালো মেঘ
প্রতিবেশীর সাদা বেড়ালের মতো বেডরুমে ঢুকে পড়লো বিদ্যুতের আলো
যদিও আজকাল বিশ্বাসের জায়গা হয়েছে আলগা
কেউই তেমন যেতে চায়না অপরের বাড়ি
বাজের কড়কড় কড়াৎ শব্দে তছনছ হয়ে গেলো সাজানো ড্রয়িংরুম
শার্সির কাচ ঝুরো ঝুরো হয়ে পড়লো পায়ের কাছে


আসুন ভেতর নিয়েও সেরে নিই চিন্তার ব্যায়াম
উৎকণ্ঠার পারদ চড়তে চড়তে নির্ঘাত আছড়ে পড়বে বাথরুমে
উফঃ ! শাওয়ারের জলও বড্ড গরম হয়ে গেছে


এবার নিঃসন্দেহ হলাম,---
বাহির ও ভেতরের কম্পাঙ্ক হুবহু একই !!
শুধু অনুরণন শোনার জন্যে একজোড়া অভিজ্ঞ কান চাই ।