ঝড়ের কথা লিখতে গিয়ে(17-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
কি গেরো বলুন তো
ঝড়ের কথা লিখতে গিয়ে লিখে ফেলি বৃষ্টির কথা
আকাশের বিশাল বপুতে তেল রঙে আঁকি জলের সবুজ মুখ,মেঘের শরীরে দিই শেওলার ছোপ


বারবার ভুল করি,অথচ---
চারপাশে এখনও স্থায়ী স্থবিরতা
ঝড় নয়,মনে হয় সাইক্লোন বা টাইফুন হলে বেশ ভালো হতো
তবুও সব কিছু ভুলে আঁকি জলের মেদহীন হরিৎ শরীর
কিভাবে মিশে যায় জল মাটিতে,শেকড়ে ।


এখন সাদাসিধে পাগল ঠাকুরের কথা খুব মনে পড়ে
মানুষের যেমন ভাবনা তেমনই চোখের নজর
যেমন পাড়ার সুখেন দেবী লক্ষ্মীর অবয়বে আরোপ করে মানবি রূপ
ব্রা ভেদ করে চোখের সামনে ফুটে ওঠে নিটোল স্নেহ,দুই উরুর মাঝের রহস্য
দেবী সরস্বতীও রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ওই কলেজ ছাত্রীটি
সেভাবেই আমি ঝড়ের কথা বলতে গিয়ে তেল রঙে আঁকি সবুজ পৃথিবী,
লিখে ফেলি বৃষ্টির কথা।