কাব্য কথায় বিতশ্রদ্ধ (20-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
কাব্য কথায় বিতশ্রদ্ধ শোনাও জীবন গদ্য
আকাশ কুসুম শুনে শুনে ঝাঁ ঝাঁ করে কর্ণ
ভাতের কথা,এক বাটি ডাল শাক সবজি মাছ
এটাই চাওয়া,মণ্ডা মিঠাই ঢপের কথা থাক
চপ কাটলেট কোর্মা প্যাটিস সাধের বিরিয়ানি
ধনী লোকের খাদ্য সেসব আজও সেটাই জানি
স্বপ্নে থাকুক মন্দ সে নয় বাস্তবে তা মায়া
আমরা গরিব আম-আদমি এক থালা ভাত চাওয়া
তোমরা নেতা ফেরি করো অবাস্তব সব স্বপ্ন
ঠকে ঠকে শেষ দাবি এই ভাতের মতো রত্ন