কাচের পৃথিবী  (09-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
প্রকৃতির নিয়মে যে হলুদ পাতাটি বৃন্তচ্যুত হয়ে এইমাত্র আশ্রয় নিলো মাটিতে
আমি দেখি সেই পাতাটিকে
আর মাটি আমাকে দেখে মা-টির চোখে


সম্পর্কের প্রশ্নে লিখে রাখি শিথিল
কতোটা সহিষ্ণু হলে নদীবাঁধ সহ্য করে ঢেউ ?


আসুন এবার অভিঘাত প্রশমনের প্রতিষেধক প্রয়োগ  করি
যদিও সেটুকু ফুরিয়ে গেলে সম্পর্ক কাচের পৃথিবী


কেউ এক চিলতে আলো ধার দেবে ?
প্রয়োজন যতোটা উদার,অপ্রয়োজনে পকেট থেকে হাত বেরোতে চায় না ।


বরং বসে বসে ব্রণ খোঁটা অনেক সহজ
আসলে এটুকুই মানুষের আদিম অভ্যাস !