কাগজের নৌকো  (16-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
এখন কাগজের নৌকো ভাসানোর সময় নয়,
ভরা পেটে ভালো লাগে বিসর্জনের গান।
ভালো লাগে সানাইয়ের সুর,বিসমিল্লা খাঁ।
মুখে বলহরি হরিবোল সুর,কোরাসে গাই।
কখনও কখনও ঝরে দু-এক ফোঁটা জল,
তখন আত্মগরিমা আর সুখ উথলে ওঠে।


মরণ শিয়রে এসে--
জীবনের কাছে প্রশ্ন চিহ্ন রাখে।
ভাসতে ভাসতে অভুক্ত শিশুও বোঝে,--
মেটেনা পেটের জ্বালা কাগুজে ভাসনে,
বা ভাসানে ।
মাটি চাই,চাই খাদ্য ও পানীয় চাই।
যখন উঠোনে নৌকো ভেসে আসে,
বা ডোবা পুকুর ছেড়ে--
মাছ সাঁতরায়ে চলে আসে উঠোনের কাছে, লাফায়।
কাগজের নৌকো ভাসিয়ে--
বোঝে বিসমিল্লায় গলদ।