কাজ ইক্যুয়াল টু
রণজিৎ মাইতি
--------------
আমি প্রয়োজনীয় নথি জমা দিয়ে সকাল থেকে বসে আছি আধার লিঙ্কের জন্য;
এক অফিস স্টাফ মাঝে মাঝে জানিয়ে যাচ্ছে নাম ডাকা হবে!


এখন তিনটে বাজে,চক্কর মারছে মাথা।
পরিষ্কার শুনতে পাচ্ছি-
বিভ্রান্ত নামের আড়ালে বিষাদঘন বারোটার পদধ্বনি।
অথচ কয়েকজন সৌভাগ্যনামা পেছনের দরজা দিয়ে ঢুকে কাজ সেরে বেরিয়ে যাচ্ছেন।


আমার কাছ হতে কর্মকর্তার কাউন্টারের দূরত্ব খুব বেশি নয়;
স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ এসে বলছে- 'অসিতদা,গুড মর্ণিং।'
কেউ বলছে- 'অসিত,গুড আফটার নুন।'


এদিকে আমার শরীরের নুন লেভেল নিম্নগামী
মাথার উপরে নেই ফ্যান,তেষ্টায় কণ্ঠনালি শুকিয়ে কাঠ।
কেউ একজন কৃপা করে আমার নাম ডাকবেন;
সেই অপেক্ষায় বসে আছি অনন্তকাল।


আসলে মীরাবাইয়ের দেশে-
কাজ ইক্যুয়াল টু 'অসিতদা,গুড মর্ণিং,গুড আফটার নুন'
তা না হলে তুমি রণজিৎ মাইতি,তুমিই যাত্রীক অনন্ত পথের!


(14-05-22)