কাজের গভীরে(23-06-2020)
রণজিৎ মাইতি
---------------------
যেকোনো কাজের থাকে উদ্দেশ্য বিধেয়;
যারা অন্ধের মতো দিন রাত খাটে
কিংবা যারা কাজ পাগল
হয়তো জানেনা তার লক্ষ্য কতো দূর!দূরাগত কোন্ লক্ষ্যে করবে আঘাত


জানুক,ছাই,না-জানুক
নিক্ষিপ্ত শর তার লক্ষ্যপথে অবিচল থাকে
যেমন যে মেয়েটি রোজ দুবেলা উঠোন নিকায়
সকালের স্নিগ্ধ রোদে ঘুঁটে দেয় পাঁচিল জুড়ে
সে কাজেরও কি নেই কোনও উদ্দেশ্য বিধেয় ?


হয়তো কতক প্রত্যক্ষ করি,কতক করিনা
তবুও প্রতিটি কাজের গভীরে লুকিয়ে আছে সৌন্দর্য চেতনা
উদ্দেশ্য গৌন হলেও বিধেয় মহৎ
কখনও বিধেয় গৌন কিন্তু উদ্দেশ্য মহান ।