কখনও মানত করিনি  (04-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
না,কখনও মানত করিনি,
হাতে ধরে কখনও করিনি সাধাসাধি
অথবা হাত পেতে কখনও বলিনি---
হে সখী উজাড় করে দাও সমস্ত সম্পদ  
তবু পেয়ে গেছি হাতে----
                          ভরা নদী,জল ও
তরঙ্গ উতল !


কে বাজালো জলবাদ্য আড়ালে আড়ালে ?
ইতিহাস বলে যায় কানে কানে----
                            পেশাদার কানু নিপকুঞ্জে দাঁড়িয়ে রয়েছে আড়বাঁশি হাতে।


লায়লা কখনও কি সেধেছে বিশেষ বাঁশরী?
যার প্রেমে মজনু পাগল
না ,জানা নেই


শুধু জানি,----
রক্ত উদ্বেল হলে,হৃদয় ব্যাকুল
অনায়াসে পাওয়া যায়----
                      জল ভরা নদী,উতল তরঙ্গ----
যা তিরতির বয়ে যায় মোহনার দিকে