কখনও তন্নতন্ন করিনি(16-08-2020)
রণজিৎ মাইতি
-------------
তুমি কি তাকে আজও দেখেছো কোথাও
তুমি কি তাকে আজও ছুঁয়েছো কখনও


অভিমান বড্ড মুখচোরা
ভালোবাসা সেও ভীষণ একান্ত
তলিয়ে দেখলে দৃশ্য-অদৃশ্যমান যা কিছু সবই দিনশেষে ছুঁয়ে থাকে সেই প্রকাণ্ডকে
যেমন অনন্তকে ছুঁয়ে থাকে খণ্ড-অখণ্ড  


হয়তো সাজু রূপাইয়ের মতো নকশিকাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আত্মা হরিহর
কিংবা হয়তো বার্কলের মতো চিন্তা চেতনা জুড়ে কোথাও না কোথাও ঠিকই নিশ্চিত আছে


তাই কখনও তন্নতন্ন করিনি বনলতার চিতার আগুন
অথবা খুঁজিনি মোনালিসার উদ্ভিন্ন যৌবন।