কলনে নির্ভুল এক সুর  (04-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
এই তো নৈমিত্তিক জীবন
ব্রাশে টুথপেস্ট,বাথরুম,কুলকুচি বেসিনের জলে
প্রাতরাশ সেরে, বাজারের ব্যাগ হাতে দামাদামি,
আর নাগরিক সহবত সৌজন্য প্রকাশ
হয়তো সে শব্দেরা রক্ত মাংস হীন
তবু কলনে নির্ভুল এক সুর
শুনি,ধারাপাত সম্মত ধারাবাহিক লয়।


এর বাইরে যারা--
তাদের কী ক্ষুধা তৃষ্ণা গেছে ?
ছেড়ে গেছে প্রেম ভালোবাসা ?
এক দেবকে জানি--
মাতিয়েছে প্রেমেই জগৎ
চিরকাল পাশে পাশে সখি।


আর এক সুর শুনি,--
মাঝরাতে রাতের আকাশে ।
সে সুর কি নয় চিরন্তন ?
খসে পড়া তারা ডুবে যায়--
মাঝরাতে হেমন্তের নিঝুম আঁধারে।
নির্জন রাস্তার ধারে কচি কচি ঘাস
ভিজে যায় ঝরে পড়া শিশিরের হিমে।


জেগে যায় আচ্ছন্ন চেতনা
মালাকার মালা গাঁথে,
খুশিতে ভরাতে চায় প্রেয়সির মন
অপত্য স্নেহও আছে,আর সংসার  
জানি,যা পুরোটাই অভ্যাসে হাঁটি ।