কলঙ্ক (19-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
সৌন্দর্যের সারণিতে চুপিসারে ঢুকে পড়ে একাকী কলঙ্ক
ওই তো সেই ননিচোরা,হাতে আড়বাঁশি
হেঁটে যায় আলপথে চেনা রাখালিয়া
মোহন বাঁশির সুরে মোহিত মেদিনী
বৃন্দাবন,নিধুবন আর ব্রজধাম


খাদ কোথায় নেই ? রূপসী চাঁদের শরীরেও কি নেই কালো ছোপ?
ইতি তো হয়ই না;বরং ইতিউতি বেড়ে যায় অশ্বত্থামা হত ইতি গজ
যেমন গণতন্ত্র নামক সাদা ক্যানভাস জুড়ে রক্তের দাগ
একমাত্র ব্যতিক্রমী,কলঙ্ক নিখাদ ।