কলরব (05-03-2018)
রণজিৎ মাইতি
---------------------
হাঁ কলরবের কথাই বলছি,---
আজকাল আর সেভাবে হয়না,ওই ফিস্ ফিস্ ফিস্ ।
সমষ্টির ভাবনা থেকে বেরিয়ে একান্তই একমাত্রিক,আর উত্তোরণের ভাবনাগুলোও বড়ই রৈখিক।


হল্লাকারিও জানে এ শব্দ অচিরেই ডেসিবেল মাত্রায় প্রতিফলকও ছুঁতে পারে না।
পটহ অনেক অনেক গভীরে।


যদিও কিছু পরিমার্জিত শব্দ অভিধানে স্থান পেয়েছে,
সেখানেও ক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়া কয়েকগুণ বেশি।
আমাকে দেখো,আমাদের দেখো
ফ্লাশ লাইটের সামনে গলার শিরা-উপশিরা কতোটা সজীব !


যাদের কেন্দ্র করে এই ঘটনাক্রম,কুম্ভীরাশ্রু
তারা আশা নিরাশার দোলাচলে একদিন বুড়ো হয়ে যায়।