কালিমা (04-04-2017)
রণজিৎ মাইতি
-------------
প্রাতরাশ সেরে
বাজারের থলে হাতে
ভরে আনি
চাল ডাল নুন তেল চিনি ।


এবার গোমড়া মুখ হবে জানা
পূর্ণিমার চাঁদ ।


মাছ আছে, মাংস আছে


মাধুরী কে খাওয়ানোর কথা।


ও তো পড়শি মেয়ে,
শুনেছি কোন এক লিঙ্গধর
ভেসে আছে পেটে।


সবিতার সাধ তাই
সাধ দেওয়া পেটের শিশুকে।


বাজারের থলে রাখি।


কাছে গিয়ে বুঝি,
পাড়ার জটলা আর কেন হাসাহাসি!


কত রাজা এলো গেল।


এখনও সাধ আর শ্রাদ্ধ
দুটোই বাজারি।


এতকিছু করে তবু
কালি মাখা হাতগুলো
থেকে যায় হীরের আংটি।