কানাগলি(23-04-21)
রণজিৎ মাইতি
-------------
আমরা এতোদিন যা করেছি আজও তা-ই করছি;
অথচ কেউই এগিয়ে এসে বলছিনা 'চরৈবেতি' মন্ত্র
বরং বিগতের পাতায় আটকে আছে হুররে হুররে


কোথায় জন্ম নেয় চাপা আর্তনাদ
কেনো দেখতে হয় চাপ চাপ রক্ত
কেনো শুকিয়ে কাঠ হয়ে গেছে মায়ের বুক!
যদিও এইসব অপ্রিয় প্রশ্নের আড়ালে শাশ্বত অনড় মসনদ ছড়ায় নিজস্ব কিরণ
অথচ আমরা তন্ত্র তন্ত্র করতে করতে তলিয়ে যাই অন্ধকারাচ্ছন্ন কানাগলিতে


তবু কেউই শোনায় না মরা মরা থেকে রামনামে উত্তোরণের গল্প
কিংবা কখন তন্ত্র অভায়া হয়ে চাগাবে গণদেবতাকে