কানামাছি(09-12- 2019)
রণজিৎ মাইতি
-------------
এখন আড়াল অর্থে একদিন ছিলো না আড়াল
কানামাছি তারা খেলে
যারা মনে করে আড়ালেই প্রকৃত রোমান্স


দূরত্ব বুঝিয়ে দেয়
দূরত্বের কতো প্রয়োজন
যতোটা আলোকবর্ষ দূরে সরে গেছো
ততোটাই প্রগাঢ় দোতারা
কাঁপা কাঁপা স্বরকম্প,তবু করে প্রেমের আরতি


আজ হয়তো নির্বাক তুমি
কিংবা সম্পূর্ণ মৌনতা দিয়ে  ঢেকেছে আকাশ
জানি একদিন মৌনতার আড়ালে ছিলো মোহন বাঁশরী
যে সুর রাইকিশোরীকে করেছে উতল
'উতল' নদী তো নয়,চপলা হরিণী
যার অঙ্গে অঙ্গে কৃষ্ণ নাম আঁকা


কৃষ্ণ কি ভিন্ন কেউ ?
তুমি নন্দনন্দন বলো,আমি জানি প্রেমের প্রতিভূ
যেখানে নেওয়া যায় প্রাণ ভরে শ্বাস,বিনা শ্বাসাঘাতে
যিনি অনুভূ দূরত্বে থেকে প্রেমকেই অমরত্ব দেয়


হে অগ্রপথিক,যদি আজও ভালো বাসো সরে যাও দূরে
কাঁটা ঝোপঝাড় থেকে বহু,বহুদূরে
আসলে যেখানেই যতো কাছাকাছি,খেলা সেখানেই ততো কানামাছি