কেন মিছে খুঁজে মরি !(08-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
কেন মিছে খুঁজে মরি অধরা মাধুরী! রূপ ।
ফুলে গাছে মেঘে
পাহাড়ে জঙ্গলে


মৃত শব নেড়েচেড়ে
মুঠো মুঠো তুলে আনি অসীমের গান
নেই কিছু,মিথ্যা মায়া
কুহক শুধুই
পচা গলা দেহকোষ গলে গলে পড়ে
রূপের কঙ্কাল সারি সারি


জমিনে ফসল ফলে
সোনা,কনকচূড়
বিচ্ছুরিত আলো অকৃত্রিম
অরূপ মাধুরী জানি---
মনোভূমি,অরূপের নিছক খনি