কার হাতে গড়া এই নিষ্ঠুর প্রতিমা (25-09-17)
রণজিৎ মাইতি
--------------------
সময়েই বেড়ে যায় রাতের আঁধার
পৃথিবী ঘুমিয়ে গেলে,ঘুমঘোরে দেখি চুপিচুপি
পুরোটাই নান্দনিক আবিলতা মাখা
নির্জন তারারা বা চাঁদ,
অমানিশায় জোনাকির আলো গাছে গাছে
দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ
ক্রুড়েরও ঘুমন্ত মুখে ফোটে প্রাকৃতিক রূপ
স্বপ্ন নির্জ্ঞান স্তরের খেলা জানি,তবু
শৈশবে শোনা রূপকথা লুকিয়ে কি নেই
আছে তাই ফুটে ওঠে দেওয়ালে দেয়ালা
প্রকৃতির নিয়মে চলে ঘুম,ক্লান্ত বিছানা  
প্রষ্ফুটিত গোলাপের কুঁড়ি কার্পন্য করেনা
সুবাসে সৌরভে করে মাত কোণায় কোণায়
যেটুকু বিরূপতা মুখে,সমাজ কি জানে ?
কার হাতে গড়া এই নিষ্ঠুর প্রতিমা !