কর্ষণ (30-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
লাঙলের ফলা দিয়ে মাটির বুকে আজও সম্ভাবনা লিখি
হয়তো আবারও দেখা দেবে চাঁদপানা মুখ
সরোবরে মৃদু হাস্যে পদ্মাসনা কমলেকামিনী,
ইতিহাস বারবার ফিরে ফিরে আসে

চাকা কি কখনও থেমে থাকতে পারে ?
কাল থেকে কালে,মহাকালের পথে---
যদিও সে পথ মসৃণ নয়,তবুও---
জনক রাজার মতো মাটি কর্ষণ করি
বঞ্চনার ইতিহাসে লেখা থাকে নীবার আলেখ্য
ভুলে যাই,মরা মরা থেকে রামনাম !
কর্ষণে সৃজন কথা,সুরেলা ভোরাই
এ ফসল আগুনে শোষিত সোনা,লক্ষ্মী স্বরূপীনি


তাই সমস্ত অবহেলা,বঞ্চনার ইতিহাস ভুলে
লাঙলের ফলা দিয়ে মাটির বুকে আজও সম্ভাবনা লিখি