কর্তব্য বিমূঢ় (30-09-2018)
রণজিৎ মাইতি
---------------------
কোদাল পিয়ানো ভাবি,কাস্তে গিটার
কড়াপড়া এই আঙুলই মৃদঙ্গ বাজায়
সবুজ শস্যের খেতে বেজে যায় একটানা আনন্দ ভৈরবী
উঁকি দেয় আশার মরাল
কুহু কুহু ডাকে পিক,কবুতর বকমবকম


কলম কি শুধুই লেখে ?
সময়ে সুযোগে কষে প্যাঁচ  
তখন আকাশে শুনি বেসুরো বেহাগ
জিলিপির প্যাঁচে ফাঁসে বন্য শালিক !

উন্মুক্ত রাস্তার গল্পে যতোই শুভ্রতার জয়োধ্বনী করি
বাঁকের সামনে এসে কর্তব্য বিমূঢ় হয় পথ