কেটে যায় ঘন মেঘ  (23-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
কেটে যায় ঘন মেঘ,
রক্তপাতও থেমে যায়,থামে বৃষ্টি ।
উর্বর জমি ভরে ফসলে ফসলে।


কোথাও থাকেনা দাগ ,
সাদা কাগজে গ্রাফাইটের দাগ মুছি ইরেজারে।
যেটুকু থেকে যায় খুবই অস্পষ্ট ।


ঘন মেঘ কেটে গেলে---
পাল তোলা নৌকো ভেসে যায় দখিনে হাওয়ায়।
মন মাঝি গান গায় ভাটিয়ালী সুরে।