কেমন মানুষ  (19-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
সবাই বলেন মানুষই নন
পাঁচুবাবু মস্ত বদরাগি
হাঁটতে গিয়ে হোঁচট খেলেই
দেয় মাটির উপর দশ লাথি


বাসে ট্রামে চড়তে গিয়ে
গায়ে যদি লাগে কারুর গা
কট্ মটিয়ে তাকায় এমন
এই বুঝি দেন কয়েকশো ঘা


সবাই বলেন যান না চড়ে
নিজের গাড়ি প্রাইভেটে
দিব্যি বলছি,পকেটে ফাঁকা
তাই যাই এমন ভিড় ট্রেনে


কেউ বা বলেন কিপ্টে ভীষণ
বাজার করেন পয়সা গুনে
পূজোর চাঁদা আনতে গেলেই
দশ হাঁচিতে বিদায় করেন


দু-দশ টাকা যদিও বেরোয়
মুখের রেখায় বিরক্তি
তাই তো পাড়ার উঠতি ছেলে
পেছনে করেন কটুক্তি


সেই মানুষই বাজার গিয়ে
বসলো চায়ের দোকানে
যেই না চুমুক দিতে গেলো
পড়লো মশা চা ভাঁড়ে


মশার মৃত্যু দেখেই তিনি  
কাঁদতে থাকেন হাঁউমাঁউ
শ্রাদ্ধে করেন দেদার খরচ
দেড় মন মাছ,তিন মন চাউল


এসব দেখে সবাই অবাক
এবার ভাবনা বদল করা চাই
অদল বদল করলে জীবন
পাঁচুবাবুও হন মহান মানুষই