খণ্ড খণ্ড মেঘ (19-06-18)
রণজিৎ মাইতি
--------------------
রহস্যের ভেতর ঘন হয়ে আসে মেঘ
আমি আকাশ দু-ভাগ করে দিই


যেটুকু তালিতাপ্পি দেওয়া যায় সেটুকুও করি নিপুণ ভাবে
দেখি কোথাও কোথাও মরচে ধরে গেছে
একফোঁটা জলের আশায় আদানুন খেয়ে লাগি পূর্ণ উদ্যমে


আসল নকল সব একাকার হলে
ভয়ের আবহ তৈরি হয়ে যায়
তাই আঁকড়ে ধরি দুখন্ড মেঘ খড়কুটো ভেবে