ক্ষয় দেখি শিলার দেহে (02-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
চেয়ে দেখো,চুইয়ে চুইয়ে ক্ষয় শিলার দেহ
সেটুকুই চরম সুখ যেটুকু চুয়ানো
মাঝে দ্বীপটুকু নির্বাক নিথর
উৎস বহু দূর,জানা নেই
শৈলচূড়া কতটা বিস্তৃত, কিংবা
তাপমাত্রা কতদূর,হিমাঙ্কের নিচে ?
কোথায় গিয়েছে চলে দিকও অজ্ঞাত


তবু ওড়াই ঘুড়ি,ওড়ে
আর চলে ভোকাট্টা খেলা
চলে সাওয়ারের বৃষ্টিতে ভেজা,
বাথরুম সাবান ও শ্যম্পুর গন্ধে মো মো
দেখি সাবানেও ক্ষয়