খুঁজি উদার আকাশ (21-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
আকাশ খুঁজতে---
আকাশের দিকে তাকাই।
আপাত নির্মল মনে হয় যে আকাশ---
সেখানেও দেখি জমকালো মেঘ।
যে দু-এক ফোঁটা ঝরে মাঝে মাঝে---
তাও দেখি বিষবাষ্প মাখা।
ধুলি জমে জমে গোধুলিও রক্তজবা রঙ ,
ভয় পাই রক্ত চক্ষু দেখে ।


মানুষ কোথায় দাঁড়াবে বলো,কোথায় হারাবে ?
এত কালো ধোঁয়া উড়ে চারপাশে----
সত্যি কঠিন আজ বিশুদ্ধ থাকা ।
চারপাশে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে---
একমাত্র ধুলো আর ধোঁয়াকেই খাঁটি মনে হয় ।
বাদবাকি সব মাটি,কিছু নুন কিছু জল,জলে দ্রব ।
উদারতার আকাশ জোনাকির মতো জ্বলে মিট্ মিট্।
জেনেও তবু,অবিরাম খুঁজে মরি উদার আকাশ।