খুলে ফেলি এক একটা পোশাক(27-7-18)
রণজিৎ মাইতি
--------------------
না,অনেক দেরি হয়ে গেছে
মুখে আধুনিকতার বড়াই না করে
আসুন একটা একটা করে সমস্ত পোশাক খুলে ফেলি
বৃষ্টি ভেজা পোশাকের মতো চিপকে আছে পোশাকি ধর্ম
খুলে ফেলি,---ডিগ্রির অহঙ্কার
হায়,সম্পদের অহঙ্কারে মানুষ এখনও অন্ধ !


না,মাথা এখনও খারাপ হয়নি
মানুষের হৃদয়ে চাঁদ,ললাটে সূর্য
সমগ্র শরীর জুড়ে অগণিত তারা  
বিচিত্র পোশাকে সে আকাশ অন্ধকার গ্রহনে গ্রহনে
তাই আর নয়,এটাই যথার্থ সময়
খুলে ফেলি,ছুঁড়ে দেই এক একটা করে


অসভ্য বললে বলুন,বলুন অর্বাচীন
ভাবনার রাশ মানুষের নিজস্ব হাতে
ওই দেখা যায় জ্যোতির্লিঙ্গ,সত্য শিব সুন্দর
প্রকৃতি ও মানুষ,মানুষ ও প্রকৃতি এখন অভেদ
চওড়া বুক,নগ্ন সমগ্র শরীর
মৃদুমন্দ হাওয়া ছুঁয়ে যায় শরীরী ভূগোল,আনাচকানাচ
সারা মুখে জুড়ে শিশুর সারল্য,শুনি হা হা হি হি হাসি
আসলে নগ্ন শরীরে একাকার দেবতা মানুষ ও মানুষ দেবতা