কি কি পারি,কি কি পারিনা
রনজিৎ মাইতি
-------------
আমরা পাখি হতে চাইলেও পাখি হতে পারিনা;
পারিনা জল ও আগুন হতে।
বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখি---
পিছুটান কিভাবে নামিয়ে দেয় অন্ধকার গভীর খাদে!


কি কি পারি,কি কি পারিনা সে তালিকা প্রকাশ করতে গেলে
পারিনার পাল্লাই ভারি চিরকাল


অবশ্য সেটুকুও বুক ফুলিয়ে প্রকাশ করতে পারিনা।


যেটুকু পারি,তা কেবল ঐ----
হাওয়ায় ভাসিয়ে দেওয়া কিছু অর্ধসত্য ও মিথ্যার বুদবুদ
আর উর্দ্ধবাহু হয়ে শ্রী চৈতন্যের মতো আত্মসমর্পণ


যদিও সবচেয়ে হাসির বিষয়
যেখানেও চেতনার নুন্যতম নামগন্ধ নেই!!!