কিভাবে যে আঁকি ! (18-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
কোথাও স্বচ্ছ নীল,কোথাও ঘুটঘুটে কালো
যদিও বাইরে সবুজের সমারোহে রঙগুলো অচেনা অজানা
কোথাও চোরাগোপ্তা পথে বয়ে যায় কুলকুল ফল্গুপ্রবাহ
কেউ কি জানে সেই সুশীতল জলের গভীরতা বা নুনের ঘনত্ব ?
যতোই জলবৎ মনে হোক,স্ফটিক স্বচ্ছ
তবু সে ছবি কি আঁকা যায় ক্যানভাস জুড়ে  ?


আসলে মানুষের চক্ষুও এক বিস্তীর্ণ বারিধি
কখনও ভরা জোয়ারে ভাসে পরক্ষণেই ভাঁটা
অবয়বহীন দেহ,যখন যে পাত্রে থাকে সেটাই আকৃতি
উদারতার আকাশ বিস্তৃত হতে হতে মহাশূন্যে ছড়ায় ব্যাপ্তি
খবরে যা শুনি,রোজ যা দেখি টিভির স্ক্রিনে
নিষ্ঠুরতার আকাশও তার চেয়ে বৃহৎ


কিভাবে যে আঁকি সেই মুখচ্ছবি !
যোজন যোজন মাইল দূরে দূরে থাকে,রবি ।
তার তেজ,করোটি স্বভাব আর মননশীলতা
পৃথিবীর বুক পোড়ে,মুখে ছাই রঙ,হৃদয়ে যন্ত্রণা
কিভাবে বা তাকে ধরি চেনা ক্যানভাসে,জলরঙে ?
আগুনে শরীর থেকে বিচ্ছুরিত আলো


মাঝরাতে পুকুরের জলে চাঁদ নিয়েছে আশ্রয়
জ্যোতিষ্মান চাঁদ,ডুবে আছে ক্ষুদ্র পরিসরে ঢেউয়ের অভিঘাতে ভাঙাচোরা মুখ
আমার ক্যানভাস জুড়ে ভাঙাচোরা মুখ
জল নয়,সূর্য নয়,কালিমালিপ্ত প্রিয় পাংশুটে চাঁদ
ডুবে আছে অগভীর জলে মানুষের অবয়ব নিয়ে