কিছু ব্যথা (13-12-17)
রণজিৎ মাইতি
--------------------
মাঝে মাঝে চাগাড় দিয়ে ওঠে ব্যথা
অবৈতনিক স্কুল,খেলার মাঠ,পুরনো বন্ধু
গুলিগুলো কোথা গেলো,ডাঙ্গুলির সরঞ্জাম ?
মনে হয় সব পাতকুঁয়োর জলে ডুবে গেছে
যেভাবে ভোর রাতের চাঁদ ডুবে যায় জলে


এখন ঘুমোতে যাওয়ার আগে লাগাই ব্যথার মলম
সেঁক দিই আলতো আলতো করে
তবুও স্নায়ু ঠিক ঘুমাতে পারেনা
পৃথিবীর কোথাও কি কেউ প্রিয় ছাড়া,আপনজন বিনা বাঁচতে পেরেছ ?


যে জলে ডুবে গেছে সব
সেই জলকেই বড়ো জলো মনে হয়
ভেজা ভেজা জল আর ভেজা ভেজা চোখ সমার্থক
স্বপ্নেরা কাছের বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে


শুধু আজও বিষাদের গন্ধ নেই ভাতের থালায়
মাছ আছে,মাংস আছে,নানান ব্যঞ্জন  
তবু রক্তের সম্পর্ক গুলো কেন যেন দূরে সরে গেছে