কিছু প্রশ্ন (17-12-2017)
রণজিৎ মাইতি
---------------------
কান্নারও প্রজাতি আছে
দেখি ও শুনি রকমারি হাসি


গাল ভেসে যায় নোনা জলে
চিবুক গড়িয়ে নদী নামে বুকে
ভিজে যায় প্রশস্থ অববাহিকা


কখনও হাসতে হাসতে পেটে ধরে খিল
হা হা,হো হো,হি হি কি নেই তাতে
ভেতরে আনন্দধাম বাইরে নির্লিপ্তি
আবার বাইরে আনন্দধাম ভেতরে নির্লিপ্তি


সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যায়--
এক দরজা থেকে আরেক দরজায়
অনুঘটক আর অনুঘটনের ফারাক বুঝিনা
তখন চূড়ান্ত সতর্কতার কি কোন দরকার আছে ?


যেখানে কৃত্রিমতা নেই
স্বতষ্ফুর্তভাবে গলা বেয়ে উঠে আসে চরম আবেগ
সেখানেও জীবন কিছু প্রশ্ন রেখে যায়