কিছু স্মৃতি বৃষ্টি ঝরায় (22-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
কিছু স্মৃতি বৃষ্টি ঝরায়
ভিজতে ভিজতে নিই সুখ,আঁকড়ে ধরি
ডুবি আবারও স্মৃতিমেদুরায়
গভীরে,আরও আরও আরও গভীরে
যদিও বিমূর্ত,তবু হাওয়া দিই
এক একটা সময়---
নতুন নতুন শাখে ভরে যায় ফল
অশরীরী ফল,বলে বাস্তবের কথা
সুরেলা গলায় গায়,
ক্ষুধা তেষ্টা আর অতৃপ্ত যৌনতার কথা
ছেঁকা লাগে,অসহ যন্ত্রণা সারা দেহ মনে
যে গানে আজও শুনি,---
কালজয়ী পরাজয়ের গ্লানি,ভাসে আকাশে বাতাসে