কবি ও কবিতা (03-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
কবির খুব শখ,মনের কথা গুলো লিপিবদ্ধ করে রেখে যাবেন বইয়ের পাতায়
সাধ থাকলেও সাধ্যে কুলায় না
ঠোকাঠুকি লাগার মতো তেমন বাসনকোসনও বাড়িতে নেই


সাধ কখনও কি আটকে গেছে সাধ্যের কাছে ?
তবুও কিন্তু থেকে যায়
আসলে মহান দেশটির নাম ভারতবর্ষ কিনা !
বুকের সাহসে ভর করে
গিন্নির কাছে এক এক করে উপস্থাপন করেন নানান নজির
স্ত্রী গোধূলির ম্লান আলোয় ঘরে ফেরা বলাকার মতো বিষন্ন চোখে তাকান স্বামীর দিকে
শেষে আর পাঁচটা সতী লক্ষ্মী বৌয়ের মতো তুলে দেন স্বামীর হাতে শেষ সম্বল


স্বপ্নের সওয়ারি কবি পৌঁছে যান প্রকাশকের কাছে
প্রকাশক তার অভিজ্ঞ চোখে পাতা উল্টোতে উল্টোতে পড়ে নেন কাব্যের ভবিষ্যত
কবির ভবিতব্যও কি বন্দী রাজশক্তির হাতে?