কবি প্রণাম (09-05-2017)
রণজিৎ মাইতি


আঁতুড়ের কান্নাতেই--শুনেছিল কম্বুনাদ--অতীত পৃথিবী--আর পাঁচটা শিশুর মতো--হাত পা নাক কান চোখ নিয়ে--মানব শিশুর মতো--করেছে সে খেলা--আর সাধের দেয়ালা--তখন বোঝেনি কেউ--সে হাসিতে
বদলে যাবে--কাব্য জগৎ।  


সাধারণে যেভাবে দেখি শুনি--সেভাবে নয়--
একটু অন্য ভাবে সংবেদন--কাগজে কলমে তার ছাপ--সাধারণ চেতনাকে--আলোকিত করে অবিরাম।


তাই মহাশূন্যের রবি নও--পৃথিবীর রবি হয়ে আজও আছো বেঁচে-- জন্ম নাই মৃত্যু নাই--এ ভবসংসারে অমৃত না খেয়ে তুমি--বরং সুধা উদ্গিরণে--প্রাণের ঠাকুর হয়ে--রয়েছ অমর।