কবিতা নামক আলো(21-11-2019)
রণজিৎ মাইতি
-------------
হয়তো প্রেমিকা ভেবে সান্নিধ্য চেয়েছো
কিংবা চেরি ফলের মতো লাল ওষ্ঠাধরে চেয়েছো প্রগাঢ় চুম্বন দিতে
কখনও মাঝরাতে ঘুমঘোরে 'কবিতা,কবিতা' বলে ডেকেছো একান্তে  


আসলে বিশুদ্ধ প্রেমের আলো জোৎস্নার মতো
আলোকিত করে চরাচর
মন ও শরীর ঋদ্ধ সুন্দরীর চারুস্পর্শ পেয়ে
শ্রমিক-কৃষক,কামার-কুমোর কিংবা বঞ্চিত যতো আছে এই পৃথিবীতে
হে কবিতা,উৎসারিত আলো
তাদের কাছে কি তুমি আজও নও চরম সান্ত্বনা ?


যদিও সব আলো নয় সবাকার
হয়তো তুমি লালে মুগ্ধ,আমি সবুজে
সবুজ পাতার ফাঁকে বাবুইয়ের নিপুণ সেলাই  দেখে
অথবা শালিকের কিচির মিচির সুরে সুখনিদ্রা দিই
তখন তুমি হিসেবের খাতা মেলে জমা-খরচের অঙ্কে ডুবে আছো
লক্ষ্য এটাই,বিনিয়োগ অনুয়ায়ী লাভের ভাঁড়ার কি উপচে পড়ছে ?


লাভ লক্ষ্য হলে কবিতা কোনও  প্রেমিকাই নয়
লাভের আশায় কি কেউ কোনও কালে রচেছে কবিতা !
বরং মুনাফা ভোগীর কাছে কবিতা নামক আলো মূর্ত বিড়ম্বনা