কোথায় কাঁদবে মেয়েটি(13-04-19)
রণজিৎ মাইতি
--------------------
বিকৃতকাম মানুষের লালসার আনলে পুড়ে ছাই হয়ে গেলো প্রতিশ্রুতিবান মেয়েটি!
সেকি কাউকে শুদ্ধ করে গেলো ?
শোধন প্রক্রিয়ার মুখ্য উপাদানই তো আগুন
যেমন সোনা পুড়ে পুড়ে হয় তপ্তকাঞ্চন


রাষ্ট্র চিরকাল নিজেকে ছাড়া চেনে কি অপরে ?
রক্তে তার হাত লাল,নির্দিধায় ঘটাতে পারে জালিয়ানওয়ালা বাগ  
সমাজও ওই মোমবাতি মিছিলেই ঝেড়ে ফেলে সমস্ত দায়


এখন কোথায় কাঁদবে মেয়েটি ? কার কাছে ?
যাজ্ঞসেনী তুমি কি বোবা হয়ে গেলে !
পাষাণী অহল্যার বুকে তুষের আগুন
হে রঘুকুলবধু,তুমিও জেনে গেছো অগ্নিসাক্ষী আসলে পুরুষেরই রক্ষাকবচ
এ সমাজ শুধু নারীকে পোড়াতে জানে পুরুষ অমলিন  
তাই কি পাষাণ হৃদয়ে ফিরে গেলে জননীর ক্রোড়ে?