কোথায় মাথা নোয়াই ?  (24-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
সৌভাগ্য কি দুর্ভাগ্য তা আজও জানিনা
তবে চঞ্চলা লক্ষ্মীর আশীষ কখনও পাইনি
মাঝ রাতে বহুবার কোজাগরী চাঁদের আলোয় উদোম ভিজেছি
পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে ক্ষুধা
তবু----


মনে হয় এরই নাম অভিযোজন !
যেভাবে লবনাম্বু উদ্ভিদ ছড়ায় শ্বাসমূল মাটির উপরে
কখনও কি কারুর কাছে করেছি অভিযোগ?
একমাত্র বাকদেবীর আশীর্বাদে পেয়েছি আত্মসম্মান বোধ


জেনেছি মাধুকরী শব্দের সংজ্ঞা অভিধানের পাতায়
আর করঙ্কের গায়ে লেখা হীনতার চিরন্তন ইতিহাস  
অভিজ্ঞতা থেকে জেনেছি----
জীবন ও মর্যাদার আত্মীক সম্পর্ক


এখন বলুন কোথায় মাথা নোয়াই
সম্পদের কাছে না আত্মমর্যাদার কাছে ?