কঠিন হলেও দুরুহ নয় (26-04-2020)
রণজিৎ মাইতি
-------------
কোনও কিছু চেনা কঠিন হলেও দুরুহ কখনোই নয়।
অসম্ভব নয় শনাক্তকরণ,লাল-নীল,সাদা-কালো চেনা
চোখের ইশারায় তার ছাপ রেখে যায় বিষধর,চেরা জিভে হিস্ হিস্
ফোঁসফাঁস আওয়াজে।


শুধু আওয়াজটা জানা চাই,চেনা চাই জিভ,আলজিভ
চোখের গোপন ভাষা প্রাণঘাতী কিনা
বিনয়ে কি নুয়ে পড়ে শির ?
নাকি অতি বিনয়ই শিরঃপীড়ার প্রকৃত কারণ ?


প্রেমের গন্ধ আছে,প্রতিটি প্রেমের আছে মৌলিক আরক
রজনীগন্ধার মতো রাতের আঁধারে সে ছড়ায় সুবাস।
হাসনুহানার মতো নীরবে নিভৃতে সে কথা বলে যায়;
মনের সাথে মনের অম্লমধুর সেই মিতালি অম্লান।


তাই,অমোঘ ঘ্রাণের উপরও মানুষকে নির্ভর করতেই হয়;
ভরসা রাখতেই হয় অন্তর্লীন অনন্ত ফল্গু প্রবাহে।


########
কবিতাটি প্রিয় কবি তিয়াসা (আত্মগত)র কবিতার মন্তব্যে লেখা ।তাই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম ।