কৃষ্ণ যখন কানু(24-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
কৃষ্ণ- কানাই--কানু,
শিব--শিবু,বিষ্ণু--বিশুতে নেমে এলেই----
অবতার বা দেবতা থাকেনা,
পড়শি দাদা হয়ে যায় ।
শুনি মানবিক স্বর,দেহে রক্ত মাংস হাড়,
জীবনের পরতে পরতে শুনি দীর্ঘশ্বাস ।


লেখচিত্র মেলে ধরি,
তরঙ্গায়িত রেখায় লেখা---
কোথাও সুখ কোথাও অসুখ।


শালিকের মতো দানা খুঁটে খায় ।
বাড়ি চায়,গাড়ি চায়,ব্যাঙ্গমীও চায়।


যুবতীর চোখে চোখ চলে যায় অনায়াস
বুকের পারদ চড়ে চড়চড়,চলে অভিসারে।


ননিচোর নয় শুধু,
আমচোর জামচোর লিচুচোর কানু ।