কুরুক্ষেত্র (22-07-2020)
রণজিৎ মাইতি
-------------
একসময় দগ্ধরাতও ভোর হয়ে যায়  
পোড়াগন্ধ মুছে ফেলে তারপরও চলে তার অসম লড়াই

লড়াই কি পার্থিব নেশা?
হে পার্থসারথি বলে দাও,কুরুক্ষেত্র কার ইন্ধনে
গীতার পুণ্যশ্লোক ছুঁয়ে যদি সমাধান পাই উদ্ভুত প্রশ্নের
আমিও তোমার মতো বাঁশির মাহাত্ম্য গাইবো


আর বুলেট ট্রেনের গায়ে সেঁটে দেবো লিফলেট
আধুনিক ভরতকথা,ভারতআত্মায় মিশে পরমাত্মার গল্প শোনাবে


যেখানে ভোর মানে দগ্ধরাতের বুকে নবনির্মাণ
কুরুক্ষেত্র বাহানা নয়,গল্পের উপজীব্য বিষয়