লক্ষ্মী মেয়ের গল্প (07-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
যেখানে এক্সপায়ারি ডেট লেখা থাকে তা নিয়ে আমার মাথাব্যথা নেই;
জানি নিছক মৃত।মৃতের গল্প লেখে মৃতবৎসা দেশ
বরং কল্পনার আকাশে ডানা মেলে কল্পনা চাওলা
সুনীতা কে জানি তার নিজস্ব আকাশ থেকেই


যিনি লক্ষ্মী মেয়ের গল্প শোনান
গরীবের রান্না ঘর থেকে চোখ সরিয়ে উঁকি দেন মডুলার কিচেনে
মিথ টেনে সতীলক্ষ্মী অথবা বেহুলার বাসরে সানাই শোনেন
তাঁর কাছে কমলে-কামিনীর গল্প হোক চিত্তাকর্ষক
জন্ম নিক ব্রহ্মার নাভিপদ্ম থেকে বারবার এই মানসকন্যা


আমি বাঁশ বাগানের ফাঁক দিয়ে চুইয়ে আসা এক চিলতে ভোরের সোনালী আলোয় উদ্ভাসিত সেই মুখ দেখি
ভাঙাচোরা মুখে বেঁচে থাকার গভীর প্রত্যয়
ভাবনায় স্বর্গ নেই;চিন্তায় মোক্ষ নেই
নরকের কল্পনাও আসে না মাথায়

আসলে সংসারের শাশ্বত মায়াময় আলো
নারীকে লক্ষ্মী গড়ে আপন ঔদার্যে
বলো হে সনাতন ভারতলক্ষ্মী এই প্রেমের কখনও কি এক্সপায়ারি হয় ?