লক্ষ্মীপেঁচার ডাক (15-04-2017)
রণজিৎ মাইতি


মননের নিজস্ব পরিধি যেমন--
দিনের সমস্ত ব্যস্ততা ফেলে,
একটু অবসর খোঁজে,দেখে
রাহু-কেতু নয়,গ্রাস করে
নিজস্বতা। আপন বলয়ে
ঘুরি,ডাকে সরস মাটির
হাতছানি,অঙ্কুরিত বীজ।


কখনো জড়িয়ে পড়ি,আসে
বিরুদ্ধ চিন্তার অভিঘাত,তবু
পারিনা এড়াতে,দীর্ঘ যাপনের অভ্যাস।
প্রেম-ভালোবাসা ওর সাথে আজন্ম,জানি
আমৃত্য বইতে হবে এই আত্মীয়তা,প্রেম।


চালের সংস্হান চাই,আসলে
যার চাল চুলো কিছু নেই,শুধু
আছে প্রাণের স্পন্দন,সুখ-দুঃখ
প্রবঞ্চনা করে তার সাথে জানা।
এত কষ্ট বুকে নিয়ে, তবু
সেই থাকে চিরবন্ধু,আমার মনন।
চিরহরিৎ গাছের মতো সমগ্র জীবন।