মা,মহামায়া(16-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
মহুয়ার নেশায় বুঁদ এখনও হইনি,
সুরায় আসক্তি ? নেই ঢাকের আওয়াজে সনাতনী,শুধু আড়ম্বর।মহাষষ্ঠীর অপরূপা চাঁদ...গাছের ফাঁক গলে এক চিলতে ছাদে আবছায়া খেলে...আমি চিনি ধাত্রীমাতা,জন্মমাটি।শেকড় চারিয়েছে কতোটা গভীরে... কোরাসে মৃদঙ্গ বাজায় বুকে...আহা করোটিও মুগ্ধ স্মৃতি ভারে


জলের অতল থেকে জেগে উঠে জন্মদাগ,জলছবি নয়...স্মৃতির ক্যানভাসে আঁকা শরৎ কাহিনী,যতো কথকতা শুনি...তারচে দীর্ঘ...বাংলার মাটি ঘাস শিউলি কুমুদ...শিশির ভেজা ভোরে শঙ্খ বাজায়...
মঙ্গলদায়িনী রূপে প্রতি ঘরে ঘরে...আমি তাঁর পদতলে নতজানু হই...মা,মহামায়া...উৎসারিত আলোর ঠিকানা