মা মাটির ঘ্রান  (19-05-2017)
রণজিৎ মাইতি


আজ ধর্মের কথা শুনব না
ধর্মের ষাঁড় হয়ে ঘুরব


" দর্শণ " পকেটবন্দী করে
ধর্ম হয়ে ওঠে ঈশ্বর আল্লাহ গড্


তখন গড্ গডফাদার হয়ে ওঠে


তাই আজ
মাটির গন্ধ শুঁকবো
মায়ের গন্ধ শুঁকবো


দাদা-দিদি ভাই-বোন কাকা-কাকিমা জেঠা--
জেঠীমা দাদু-ঠাকুমা সবার গন্ধ শুকবো


এ সম্পর্কগুলো পৃথিবীর যে প্রান্তেই যাই
একই ভাষায় কথা বলে--দুঃখে কাঁদে--আনন্দে হাসে--আঘাতে অভিমান করে


আর মুষলধারে ঝরে--স্নেহ প্রেম ভালোবাসা--ভিজে যাই অবিরাম


এখন মনে হচ্ছে
বৃত্তাকার পথে ঘুরছি


সরণ শূন্য-শূন্য-শূন্য


ধর্ম
প্রেমের কথা বলে
ভালোবাসার কথা বলে


ঈশ্বর আল্লাহ গড্
মানুষের ভাষায়--
মানুষের কথা বলে


তাই আজ
মাটির গন্ধ শুঁকবো
মায়ের গন্ধ শুঁকবো