ম  হা  কা  ল (23-08-2017)
রণজিৎ মাইতি
-------------------
ইহকাল পরকাল নিয়ে কাজ কি !
আসলে মহাকালেই তো ডুবি ।
ডুব সাঁতারে পার হই বিস্তীর্ণ পারাবার।
কিছু ধারণা বৃষ্টি হয়ে ঝরে,--
ভাসায় আকাশ ।
দৃষ্টিহীন ও বোঝে ।
যদিও বিমূর্ত ধারণা--
তবু আঁকড়ে ধরি,হাওয়া দিই।
একদিন চোখের সামনে আসে অশরীরী হয়ে !
বলে বাস্তবের কথা,
বিচারে শুধু শরীরী-অশরীরী,অশরীরী-শরীরী ।
জৈবচক্রে ক্ষুধা আছে,আছে তেষ্টা ।
আছে অতৃপ্ত যৌনতার কথা ।
আর আছে কালজয়ী পরাজয়ের গ্লানি ।
তাই আঁকড়ে ধরি এমন ধারণা ।
বৃষ্টি ঝরুক,ভেসে যাক মাঠঘাট ।
মহাকাল এখন আমার উঠোনে ।