মন (15-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
রাস্তায় কেউ হাত পাতলেই---
হাতের কাছে চলে আসে মন,  
মূহুর্তেই পকেট হয়ে ওঠে নিষ্কাম ।
যেদিন মনপাখি মন ছেড়ে বেরোতে পারে না
সেদিন হাতটিকে চরম কিপ্টে মনে হয় !


কখনও রাস্তায় হাঁটতে হাঁটতে বুঝতে পারি--
মন বুক থেকে উঠে এসেছে চোখে,
যমুনায় সাঁতার কাটতে কাটতে---  
অস্ফুটে বলে ওঠে 'আহা কি সুন্দর, চারুনয়নী' !
হে মন,তুমিও কি সৌন্দর্য পিয়াসী ?


যেদিন ফুটবল মাঠে তরতর করে নেমে এলে পায়ে
সবার চিলচিৎকরে বুঝেছিলাম তুমিও শিল্প বোদ্ধা
যেভাবে পাঁচ জনে কাটিয়ে ড্রিবলিংএ বল জড়ালে বিপক্ষের জালে
নিশ্চিত ওটা নিছক পায়ের কারুকলা নয়


নখদর্পণের দরকার আছে কি ?
বরং নাড়িনক্ষত্র ঘেঁটে ঘেঁটে দেখি  
আসলে মন নিজেই এক চারুনেত্রা দেবী


প্লিজ মন,জন বিষ্ফোরণের কথাটা মনে রেখো
তা দেওয়ার আগে বুঝে নিতে দাও খাদ্য শৃঙ্খল
একটু বেহিসেবি হতে গিয়ে দেশটা অনেক আগেই রসাতলে গেছে !