মানি কিংবা না মানি(15-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
মানি কিংবা না মানি
অনেক আগেই এই ভাঙনের শুরু
যেমন ধূম আগুনের,তেমনি গুরু গুরু মেঘে পাই বৃষ্টির ইঙ্গিত


আসলে চোখ বন্ধ রাখা আমাদের স্বভাব,কান,নাখও
'স্বভাব যায় না মলে',অঙ্গার শত ধুলেও বর্ণে সেই
কুচকুচে কালো
যেমন শকুনের চোখ ভাগাড়েই থাকে


শুরুর সদম্ভ ঘোষণা কি এত্তো সহজে ভুলে গেলেন মশাই!
আস্ফালনের আড়ালেই থাকে রক্তবীজ,ধ্বংসাত্মক মহাশক্তি
তখন কেউই ভাবেনি প্রদীপের নিচে থাকে ঘন অন্ধকার
'কন্ট্রোল' তো হয়ই না,দিন দিন বেড়ে যায় গুণ্ডারাজ


পরিণামদর্শী চোখ তখনও বন্ধ,মুখে কুলুপ
উফঃ,কি অভ্রান্ত অটল বিশ্বাস বিগ্রহের প্রতি !
অষ্টপ্রহর ডুবে আছি সেই ইষ্টনামে
অথচ ল্যাঙ খেতে খেতে চামড়াও প্রমান পুরুষ্টু  
তখন রেপের হুমকিও স্পর্শ করতে পারেনা সন্ত্রস্ত হৃদয়ে  
বরং বিখ্যাত কথামৃতকার দিনে দিনে হন বিশ্ববিখ্যাত
কে দেবে নিরাপত্তা ? কার ঘাড়ে আছে তেমন সাহসী মাথা ?
ইতিপূর্বে বোমার হুমকিতেই ক্ষতবিক্ষত হয়েছে বীরভূমীর মাটি


হায়!আমরা ভাঙি কিন্তু মচকাই না কখনও
আজ ঈশ্বর,আগামীতে হবে অন্য কেউ
মুষলপর্ব শেষে একা কৃষ্ণ যদু বংশ সামলাবে কিভাবে !


আসলে সারস্বত সমাজ সেদিনই ভেঙেছে
যেদিন শিরদাঁড়া হারিয়েছে নিজস্ব সংজ্ঞা