মানুষ,বাড়ি ও দীর্ঘশ্বাস (24-07-2020)
রণজিৎ মাইতি
-------------
মানুষের মতো বাড়িটাও বড়ো ছোট হয়
মানুষের মতো প্রিয় বাড়িটাও বর্ণে বর্ণময় !


প্লিজ আসুন,কথার মাঝে কই মাছের ভুঁট না দিয়ে বরং নতুন করে ভাবি  
মানুষ কি আকাশ নয়,কিংবা চার দেওয়ালে আটকে থাকা মন?
তার রঙে কি রঙ ধরে না ভিন্ন কোনও রঙ!
ভাবনার জগতই পারে তরতাজা গোলাপ ফোটাতে ।


আসলে রঙই তো আকাশকে আকাশ চেনায়;
যার চেতনায় বৃষ্টিকথা,পাখিজন্ম ও পরিযায়ী সুখ।
যেমন দেওয়ালকে চেনায় উষ্ণতা


তাই যেখানে আকাশ থাকে সেখানেই খুঁজে পাই রঙের অস্তিত্ব
যেখানে দীর্ঘশ্বাস থাকে সেখানেই স্পেস বাড়ে কমে!