মানুষ ও আগুন
রণজিৎ মাইতি
-------------
পড়শি নরেশকাকার ছেলেটা টপ টু বটম ক্লাসে ফাষ্ট হতো;
এখন ডাক্তার হয়েছে।
দিন দিন বাড়ছে তার পসার,প্রভাব প্রতিপত্তি।
সবাই বলছে-'সাবাশ সাবাশ,একটা গুণী বটে।'


পরেশদার ছেলেটাও হয়েছে নামজাদা ইঞ্জিনিয়ার;
শহরের আকাশচুম্বী বাড়ি ও দীর্ঘ ফ্লাইওভার গুলো তারই হাতে গড়া।
তার সাফল্যের গ্রাফ গগনচুম্বী বাড়িগুলোর মতোই উর্দ্ধমুখী,
তাই দেখে সবাই বলেন 'সাবাশ সাবাশ।'


হারু জ্যাঠুর ছেলেটাও উত্তমকুমারের মতো হারিয়ে গেছেন রূপোলীপর্দার জগতে;
তাঁর অ্যাকসান,ডায়লগ থ্রোয়িং ও রোমান্টিক অভিনয়ে সবাই এতোটাই ফিদা
বলেন- 'সাবাশ সাবাশ,
একটা আগুন বটে।!'


এইরূপ 'সাবাশ সাবাশ' ধ্বনি মাঝে মাঝেই ওঠে বাংলা তথা সারা পৃথিবীতে;
যেদিন সৌরভ ক্রিকেট মক্কায় নিজের জামা উড়িয়ে স্বার্থক করেছিলো বিশ্ববাসীর স্বপ্ন,
সেদিনও সবাই বলেছিলো-'ব্রেভো ব্রেভো,সাক্ষাৎ বেঙ্গল টাইগার।'
যাঁর চোখের আগুনে চোখ মেলতে ভয় পেতেন স্বয়ং স্টিভ ও নামক নীল চোখ।


কিন্তু এসবই ব্যক্তিপুজা ও ব্যক্তিসাফল্য;
আজকাল তেমন মানুষ দেখিনা---
যিনি নেতাজীর মতো বদলে দিতে পারেন আগুনের সংজ্ঞা!


(17-09-22)