মেপে নিই জল,জলস্রোত (27-03-2017)
রণজিৎ মাইতি
--------------------
অবগাহনের কথা থাক,হবে যে কোনো সময়
গঙ্গায় টান কি পড়েছে ? উত্তরে বিস্তৃত শৈলী শিখর
বরং মেপে নিই জল,জলস্রোত


ভেসে যায় খড়কুটো অনুকূল স্রোতে
কতদূর যাবে ? অনাদি অনন্ত পথে,কালে।
কালে কালে বেড়ে যায় বেলা,আসন্ন কালবেলা বারোটার কাঁটা ছুঁই ছুঁই ।
তখনও খিদে পায়,তেষ্টায় বুক ফেটে যায়
প্রেয়সী কোথায় গেলো ?
তুমিও কি ভেসে গেলে জলে ?
যদিও সমার্থক,তবুও---
এখন গঙ্গায় যেটুকু ঢেউ তারচেয়ে ঢের বেশি প্রিয়ার চুলে,


তাই,অবগাহন পরে হবে
বরং মেপে নিই জল,জলস্রোত